১৫০ আসনের বেশি জিততে পারবে না বিজেপি: রাহুল গান্ধী

ভারত

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এবার লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৫০টি আসনের বেশি জিততে পারবে না। প্রথম ধাপের নির্বাচনের মাত্র দুদিন আগে বুধবার (১৭ এপ্রিল) উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণাকালে এ কথা বলেন তিনি। ডেকান ক্রনিকল ও হিন্দুস্তান টাইমস।

রাহুল গান্ধী বলেন, এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার তৈরি হয়েছে। ফলে বিজেপি ১৫০টি আসনে সীমাবদ্ধ থাকবে।

ভারতে শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হবে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ছয় সপ্তাহব্যাপী এই নির্বাচনে এবার প্রায় একশ’ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যার মধ্যদিয়ে এ নির্বাচন হতে চলেছে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে বড় নির্বাচন।

এই নির্বাচনের মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে চাইছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে বিজেপিকে উৎখাত করে ক্ষমতায় ফিরতে চাইছে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)।

এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ জোটের জন্য চারশ’ আসন জেতার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩টি আসন জিতেছিল। যার ফলে এনডিএ জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছিল ৩৫২টিতে।

এবার লোকসভা নির্বাচনে প্রায় ২৬টি দলের সঙ্গে জোট গড়েছে কংগ্রেস। বুধবার (১৭ এপ্রিল) জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ যাদবের সঙ্গে উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক সংবাদ সম্মেলনে যোগ দেন রাহুল গান্ধী।

সেখানে কংগ্রেসের এই নেতা বলেন, আসনের ব্যাপারে কোনো সমীক্ষা বা অনুমানে আমার বিশ্বাস নেই। তবে ১৫-২০ দিন আগেও আমি ভাবছিলাম বিজেপি ১৮০ আসন পেতে পারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে ওরা ১৫০টির মতো আসনে জিততে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রতিটা রাজ্য থেকে যে রিপোর্ট পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে, বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের পরিস্থিতির উন্নতি হচ্ছে। এবং অবশ্যই উত্তরপ্রদেশে আমাদের শক্তিশালী জোট রয়েছে। এখানে আমরা খুবই ভালো ফল করব।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবাদ সংস্থা এনআইএকে একটি সাক্ষাৎকার দেন। নির্বাচন সামনে করে সাক্ষাৎকারটি বেশ আলোচিত হয়েছে। এ বিষয়ে রাহুল বলেন, ওটি একটি স্ক্রিপ্টেড (আগে থেকেই সব লিখে রাখা) সাক্ষাৎকার ছিল। আমি মনে করি ওটা একটি ফ্লপ শো। প্রধানমন্ত্রী খোদ একজন ‘দুর্নীতির চ্যাম্পিয়ন’। গোটা দেশ থেকে কীভাবে চাঁদাবাজি এবং তোলাবাজি করেছে, তা সবাই জানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *