সবচেয়ে খারাপ অংশে যাচ্ছে মহামারি: ওমিক্রন নিয়ে বিল গেটস

যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় আবিষ্কারের পর থেকেই দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ধরন ওমিক্রন। যার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। যা মহামারির সবচেয়ে খারাপ অংশের দিকে বিশ্ববাসীকে নিয়ে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা গেটসের। তাই তিনি নিজের আসন্ন ছুটির দিনের বেশিরভাগ পরিকল্পনা বাতিল করেছেন।

টুইটারে বিল গেটস বলেন, তার ঘনিষ্ঠ বন্ধুরা ক্রমবর্ধমান ভাবেই করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। আর তাই পরিস্থিতির কথা মাথায় রেখে অনুসরণকারীদের প্রতি তার পরামর্শ -‘আমাদেরকে এই সত্য উপলব্ধি করতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসের যেকোনো ভাইরাসের চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। শিগগিরই এটি বিশ্বের প্রতিটি দেশেই ছড়িয়ে পড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *