নারায়ণগঞ্জ মসজিদের পাশে গ্যাসের দুটি লাইনে লিকেজ পাওয়া গেছে

বাংলাদেশ

নারায়ণয়গঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের ঘটনা অনুসন্ধানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই মসজিদের সিঁড়ি ঘেষা রাস্তার দুইটি পয়েন্টে মাটি খুঁড়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার বিকাল পর্যন্ত এই খোড়াঁখুড়িতে মসজিদের উত্তর পাশে দুইটি লাইনেই লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডিজিএম মফিজুল ইসলাম।

তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত মসজিদের অভ্যন্তরে কোনও গ্যাস লাইন রয়েছে কিনা সেটির কোনও প্রমাণ মেলে নি। তবে মসজিদের ফ্লোরের অভ্যন্তরে কোনও গ্যাস লাইন রয়েছে কিনা সে অনুসন্ধান আজ (মঙ্গলবার) থেকে পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠার ফলে তিতাস গ্যাসের ফতুল্লার (আঞ্চলিক বিক্রয় অফিস)-এর ৪ কর্মকর্তা ও ৪কর্মচারীকে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) আলী মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম (ব্যবস্থাপক), প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী (উপব্যবস্থাপক), প্রকৌশলী এস. এম. হাসান শাহরিয়ার (সহকারী প্রকৌশলী) এবং প্রকৌশলী মানিক মিয়া (সহকারী প্রকৌশলী)।

এছাড়াও ৪ কর্মচারী হলেন সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, সাহায্যকারী মোঃ হানিফ মিয়া, প্রকর্মী মো. ইসমাইল প্রধান।

এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু ঘটেছে।

মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন ৯জনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *