১০ দেহরক্ষী নিয়ে ঘুরলেও মানুষ সালমানকে ছাড়বে না: গায়ক অভিজিৎ

বিনোদন

রিল লাইফ `ধোনি` সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ১১ দিন পেরিয়ে গেলেও এর জেরে এখনও কাঁপছে বলিউড।

একের পর এক তোপ দাগাচ্ছেন বলি সুপারস্টাররা। এরই মধ্যে সুশান্তের আত্মহত্যার জন্য দায়ী করা হয়েছে বলি ভাইজান সালমান খান, পরিচালক করণ জোহরসহ ৮ জনকে।

এবার সুশান্তের মৃত্যুর জন্য সালমান খানকে দায়ী করে এক হাত নিলেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ বিষয়ে বৃহস্পতিবার বিস্ফোরক এক কলাম লিখেছেন তিনি।

সেখানে সালমান খানকে উদ্দেশ্য করে অভিজিৎ বলেছেন, সিক্স প্যাক বানিয়েছ। কিন্তু এই সিক্সপ্যাক আর ১০জন দেহরক্ষী নিয়ে ঘুরলেও মানুষ তোমাকে ছাড়বে না। আমি মানুষের হয়েই কথা বলব। বিনোদন জগতের এসব মানুষের মুখোশ খুলে দেব।

সালমানের ওপর এতো ক্ষোভ কেন তার কারণও জানিয়েছেন অভিজিত।

তিনি লিখেছেন, সালমন খানের ওপর মুম্বাইয়ের রাস্তায় ৩ জন ঘুমন্ত মানুষকে খুনের অভিযোগ রয়েছে। জঙ্গলে বিপন্ন প্রজাতির হরিণ মারার অভিযোগ রয়েছে। একের পর এক লোক পিটিয়েছেন তিনি। এখন আবার মিউজিক ইন্ডাস্ট্রিতে ক্ষমতা দেখাচ্ছেন।

অভিজিৎ প্রশ্ন ছুড়েন, অমিতাভ বচ্চন- উত্তম কুমারের মতো কিংবদন্তিরা সঙ্গীতশিল্পীদের নিয়ে নাক গলাননি। তবে সালমান কেন গানের শিল্পী না হয়েও একে ওকে গানের সুযোগ করে দিচ্ছেন? প্রতিষ্ঠিত শিল্পীদের থেকে কেন প্ল্যাটফর্ম কেড়ে নিচ্ছেন? গান বিষয়ে শিক্ষা না নিয়ে তিনি নিজেও কেন গেয়ে উঠছেন?

সালমান খানের মতো সুপারস্টারদের কারণে বলিউড এখন কেবল ব্যবসাকেন্দ্রে পরিণত হয়েছে বলে মনে করেন অভিজিৎ। যেখানে ট্যালেন্টের দাম নেই। কয়েকজন ক্ষমতাধরদের কাছে বলিউড জিম্মি।

আর এই ক্ষমতার খেলায় সুশান্ত সিং বলিউডের কাছে থ্রেট হয়ে গিয়েছিল বলে দাবি অভিজিতের।

তিনি বলেন, সুশান্ত তো আয়ুষ্মান খুরানা নয়। সালমানের কাছের লোক আয়ুষ্মান। সালমান-শাহরুখদের চ্যালেঞ্জ বা থ্রেট নন আয়ুষ্মান। কিন্তু সুশান্ত সোজাসুজি সালমান, শাহরুখ, রণবীর কাপুর, রণবীর সিংহের কাছে থ্রেট ছিল। তাই সুশান্তকে বাঁচতে দেয়া হল না।

একইভাবে ঐশ্বর্য রাই দ্বন্দ্বে বিবেক ওবেরয়ের ক্যারিয়ার সালমান শেষ করে দিয়েছে বলে অভিযোগ আনেন অভিজিৎ।

সবশেষে অভিজিৎ বলেন, সালমন খান, করণ জোহর, মহেশ ভাট এবার সাবধান হোন। জনসম্মুখে তার আসলে মানুষ তাদের ছেড়ে দেবে না! ⛘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *