যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন

প্রবাস

নবী হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার আয়োজন করেছে আন-নূর কালচারাল সেন্টার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিদিনের বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় গিফট কার্ড।

সাধারণত সিরাত প্রতিযোগিতা মানে অনেকেই শুধু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অধ্যায়নই মনে করেন। অথবা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।

কিন্তু গতানুগতিক সেই ধারার কিছুটা ব্যতিক্রম আয়োজন করতে যাচ্ছে মুফতি মুহাম্মাদ ইসমাঈল পরিচালিত আন নূর কালচারাল সেন্টার নিউইয়র্ক।

এমন চমৎকার একটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজনের কারণ জানতে চাইলে আন-নূর কালচারাল সেন্টার নিউইয়র্কের প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ ইসমাঈল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের মণিকোঠায় আছেন। তাকে নিয়ে প্রতিবছর সিরাত প্রতিযোগিতা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মুসলমানদের হজরত ঈসা আ. সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এ আয়োজন করেছি। বিষয়টির পরিপূর্ণ সুস্থতা না পাওয়া গেলেও, আমেরিকার মানুষেরা মনে করেন যে ঈসা (আ.) জন্মগ্রহণ করেছিলেন এই মাসে। খ্রিস্টান সমাজেও এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ধর্মীয় আয়োজন হয়ে থাকে। তাদের ভাষায় জিসাসের জীবনী তারা পড়াশোনা করে। এজন্যই আমরাও এই মাসকে বেছে নিয়েছি হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আমেরিকার সাধারণ মানুষ বিশেষত মুসলমানদের স্পষ্ট ধারণা দিতে।

এছাড়াও যেহেতু এখানে ঈসায়ী ধর্মের অনুসারী বেশি, তাই মুসলিম সমাজে ঈসা আ. সম্পর্কে কিছু ভুল বার্তা ছড়িয়ে পড়ছে। তাই আমরা এবার হজরত ঈসা (আ.)-এর জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছি। আশাকরি এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে হজরত ঈসা আ. সম্পর্কে স্পষ্ট ধারণা পৌঁছবে।

আন নূর কালচারাল সেন্টার তাদের ফেসবুক পেইজের মাধ্যমে এ আয়োজন করেছে। ডিসেম্বরের প্রতিদিন যুক্তরাষ্ট্র সময় দুপুর ১২টা থেকে পরের দিন দুপুর ১২টার মধ্যে সঠিক উত্তর প্রদানকারীদের একজন পাবেন একটি গিফট কার্ড।

তবে এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসরত মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *