বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনায় র‌্যাব অসামান্য উন্নতি করেছে: লু

বাংলাদেশ যুক্তরাষ্ট্র

‘বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার’ ক্ষেত্রে এলিট ফোর্স র‌্যাব অসামান্য উন্নতি করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড লু মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ সময় তার সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ জানতে চাইলে ডোনাল্ড লু বলেন, ‘র‌্যাব প্রসঙ্গে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আমরাও স্বীকার করছি, বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে র‌্যাব অসামান্য উন্নতি করেছে। এটা খুবই দারুণ কাজ। এতে প্রতীয়মান হয়, র‌্যাব মানবাধিকার রক্ষা করেই সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব পালন করতে পারে।’

বাংলাদেশের জন্য কোনো বিষয়ে পরামর্শ আছে কি না জানতে চাইলে মার্কিন এ সহকারী মন্ত্রী বলেন, ‘আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়ে কথা বলেছি। বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। (প্রধানমন্ত্রীর উপদেষ্টা) সালমান এফ রহমানের সঙ্গে আমার আলোচনা হয়েছে। এ দেশে শ্রম অধিকার উন্নয়নে আমরা সহযোগিতা করবো। এ ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাতে আমরা খুবই গর্বিত।’

যুক্তরাষ্ট্র পুরনো বন্ধু, আলোচনা গঠনমূলক
এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের আলোচনা খুব গঠনমূলক হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের পুরনো বন্ধু, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। আগামী ৫০ বছরে আরও ঘনিষ্ঠ করতে চাই। সে নিয়ে আলাপ করেছি যে, কীভাবে আমাদের সম্পর্কটাকে আরও অর্থবহ করতে পারি, আরও ভালো করতে পারি। আমরা খুশি যে, আমরা মোটামুটি ঐকমত্যে আছি এবং ভবিষ্যতে আরও ভালো দিনের প্রতীক্ষায় আছি।’

দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধানের কথা উল্লেখ করে মোমেন বলেন, ‘আমরা পরামর্শ পেলে অবশ্যই গ্রহণ করি, আমরা তার নমুনাও দেখিয়েছি। আমাদের কোথাও যদি কোনো দুর্বলতা থাকে, নিশ্চিতভাবে আমরা সেগুলো আমলে নেব এবং সমাধানের চেষ্টা করব। কারণ আমরা চাই দেশের মঙ্গল, মানুষের মঙ্গল। আমরা চাই দেশবাসীর অবস্থান যেন আরও উন্নত হয়। সুতরাং কেউ যদি আমাকে ভালো পরামর্শ দেয়, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব।’

সরকার অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার দল আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক উপায়ে সরকারে এসেছে। ব্যালটের মাধ্যমে সরকারে এসেছে, কখনো বুলেটের মাধ্যমে আসেনি। আমরা এটা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি আমাদের জনগণকে। আর আমরা চাই বিশ্বশান্তি। আমরা চাই, সব জায়গায় যেন শান্তি প্রতিষ্ঠা হয়, সেজন্য আমরা একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করি।’

যুক্তরাষ্ট্রকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বন্ধুদের সঙ্গে আমরা ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে পারি খোলামেলাভাবে। কোনো ধরনের সংকোচ ছাড়া সেটাই আমরা করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *