ফোবানার নেতৃত্বে তৃতীয় কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট

প্রবাস

ফোবানার নেতৃত্বে , মার্ক হোম কেয়ার ও অন্যান্য সামাজিক সংগঠনের সহযোগিতায় তৃতীয় কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট কর্মসূচি পালিত হয়। গেল ২৬ জুন নিউ ইয়র্কের জ্যামাইকাতে এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতায় করেছে বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা ), হেল্প চিটাগোনিয়ান , জে কে , লায়ন্স এবং জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি।

ফোবানা মহামারী শুরুর পর থেকেই বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এর আগে কর্মকর্তাদের নিজস্ব ফান্ড থেকে কয়েকশ’ পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেয়। এছাড়া জনস্বার্থে ভার্চুয়াল মিটিংয়ের ব্যবস্থা করে। তাছাড়া ঢাকায় গণস্বাস্থ্য পরিচালিত ফুড বিতরণ কার্যক্রমেও আর্থিক অনুদান প্রদান করে।

গেল ৫ ও ১২ জুন নিউ ইয়র্কের ব্রুকলিন ও জ্যাকসন হাইটস বাংলাদেশ কমিউনিটিতে কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করেছিল। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সে কারণে জ্যামাইকাতে আবারও এই টেস্ট আয়োজিত হয়। দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এর কার্যক্রম চলে।

অসংখ্য মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এই সেবা নিতে আসেন। নির্দিষ্ট সময়র টেস্ট শেষ করতে ডাক্তার নাজমুল খান তার খান মেডিকেলের সহকর্মীদের নিয়ে রক্ত সংগ্রহ করেন।

ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান , ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার , নির্বাহী সেক্রেটারি কাজী আজম ,কনভেনশন কনভেনর শাহ নেওয়াজ , কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, কর্মকর্তা নিশান রহিম, কাজী ওয়াহিদ এলিন , খোন্দকার ফরহাদ সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন।

মার্ক হোম কেয়ারের ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, ইয়াসির খান জিমি,কামাল, আজাদ, বাপা সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, সেক্রেটারি প্রিন্স আলম, সহ সভাপতি এরশাদ সিদ্দিক, করেসপন্ডিং সেক্রেটারি সৈয়দ এনায়েত আলী ও অন্যান্য কর্মকর্তা।

এছাড়া হেল্প চিটাগোনিয়ানের মাকসুদুল হক চৌধুরী, কামাল উদ্দিন মিঠু, আবুল কাশেম, আহসান হাবিব, মহম্মদ নাজের, লায়ন্সের ক্লাব সভাপতি আসিফ বারী, সেক্রেটারি আহসান হাবিব, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি সৈয়দ আল আমিন রাসেল, আনোয়ার হোসাইন, সাইফুল ইসলাম, রিজু মোহাম্মদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমে জ্যামাইকা মুসলিম সেন্টার এর সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান ও সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ-এর সম্পাদক ডাক্তার ওয়াজেদ এ. খান সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে, কাজী আজহারুল হক মিলন , অ্যাটর্নি মঈন চৌধুরী, মামনূনুল হক, কিউ জামান, মোহাম্মদ রফিক, ওসমান গনি, আবুল কাশেমসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সেন্সাস এ ফোবানা: এই ইভেন্ট এ ফোবানা ও সেন্সাস কর্তৃপক্ষ যৌথ ভাবে সেন্সাস এ সবাইকে অংশগ্রহণ করতে আহ্বান জানান। সেন্সাসের বিভিন্ন ফ্লায়ার বিতরণসহ প্রচুর মানুষ সেন্সাসের ফর্ম ফিলাপ করেন। ফোবানার তরফ থেকে সেন্সাসে অংশগ্রহণ ও এর উপকারিতা নিয়ে সবাইকে বিভিন্ন তথ্য প্রদান করা হয়।

কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্টের এ আয়োজন সফলে সহায়তা করায় সংশ্লিষ্ট সকলকে, বিশেষত মার্ক হোম কেয়ারকে ফোবানা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ও সেক্রেটারি কাজী আজম ধন্যবাদ জানিয়েছেন।⛘

বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *