পরারাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ

প্রবাস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নেতারা এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

গেল বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ মতবিনিময় সভা আয়োজিত হয়। এতে সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে উপলক্ষ্যে আয়োজিত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার এই মতবিনিময় সভায় প্রবাসী নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের উন্নয়নের সরকারের নানা যুগান্তকারি উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, সরকার প্রবাসীদের কথা বিবেচনায় রেখে এই অঞ্চলের উন্নয়নে না প্রদক্ষেপ গ্রহণ করেছে ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের এ নিরবিচ্ছিন্ন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই উন্নত দেশের কাতারে উঠবে বাংলাদেশ। এজন্য প্রবাসীদেরকে আন্তরিক সহায়তার দিগন্ত অবারিত রাখতে হবে। উন্নয়নের এই অভিযাত্রা থামিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্র চালাচ্ছে। সে ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে চোখকান খোলা রাখতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্কে কনস্যুলেট জেনারেল ড. মোহাম্মাদ মনিরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা আজমল হোসেন কুনু, অ্যাড. নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা এম এ সালাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, রাজনীতিবিদ শাহেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম। পরে একে একে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য আজিমুর রহমান বুরহান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ফাউন্ডার ও প্রেসিডেন্ট এবং এসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সভাপতি শেখ জামাল হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাসান আলী, হেলডন ডেমোক্রেটিক ক্লাবের কমিশনার দেওয়ান বজলু চৌধুরী, রাজনীতিবিদ আব্দুর রাহিম বাদশা, কবি ও গীতিকার গউস উদ্দিন খান, সাবেক ছাত্রনেতা ও সংগঠক রেজাউল আলম অপু প্রমুখ।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা সদরুন নূর, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম ও নির্বাচন কমিশনার ও সাবেক সহ সভাপতি সাব্বির হোসেন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপিত আজিজুর রহমান সাবু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপিত মাসুদুল হক সানু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব, রাজনীতিবিদ কাজী কয়েস, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপিত শামস উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি এবং সাবেক সভাপতি তোফায়েল চৌধরী, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মো. আছকির, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি সাবেক সভাপতি সৈয়দ নাজমুল হাসান কুবাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনিরুজামান চৌধরী, রাজনীতিবিদ হাজি নিজাম উদ্দিন, রাজনীতিবিদ ফকর উদ্দিন, রাজনীতিবিদ আব্দুর রহমান, রাজনীতিবিদ শামসুল আবিদন, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, রাজনীতিবিদ শাহীন আজমল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপিত জোসেফ চৌধরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক আইন ও আন্তর্জাতিক সম্পদক শামীম আহমেদ মনির, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোঃ জামিল আনছারী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভারপ্রাথঃ সাধারণ সম্পাদক নূর এলাম জিকু, রাজনীতিবিদ মোহম্মদ জাহানগীর, রিয়েল এস্টেটে ব্যাবসায়ি বেলাল আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি সাবেক সহ সভাপিত আশফাকুল হক চৌধুরী, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সাবেক সভাপতি প্রফেসর আব্দুর রহমান, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সদস্য মো. তাজুল ইসলাম মানিক ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সভাপিত বাশির উদ্দিন, সাবেক বাংলাদেশ জাতীয় দল এর ফুটবলার হেলাল উদ্দিন চৌধ্যায়, শাহ্ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, ব্যবসায়ী একেএম ফজলুল হক, জেবিবির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোস্তফা কামাল, ও আব্দুল খালিক প্রমূখ।

কার্যকরী কমিটির কর্মকর্তাদের মধ্যে ছিলেন সহ সভাপিত মো. লোকমান হোসেন (লুকু), সহ সভাপিত মো. শফি উদ্দিন তালুকদার, সহ সভাপিত মোহাম্মদ শাহীন কামালী, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সল আলম, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, সদস্য হেলিম উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন মানিক।


অনুষ্ঠানের ছবি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *