নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় প্রধান সমস্যা আবর্জনা

নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র

রূপসী বাংলা প্রতিবেদন: নিউ ইয়র্ক সিটি এখন আবর্জনার শহরে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা সমস্যার পরই এই নগরীর দ্বিতীয় প্রধান সমস্যা এখন আবর্জনা পরিস্কার।

অথচ দায়িত্ব নেয়ার পর মেয়র এরিক অ্যাডামস বলেছিলেন, ছয় মাসের মধ্যে নিউ ইয়র্ক সিটিকে একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করা হবে। কিন্তু বাস্তবতা তার বিপরীত। রাস্তা আর ফুটপাথে ময়লার স্তুপে চলাফেরা দায়।

এ বছরের প্রথম ৬ মাসে আবর্জনা নিয়ে সিটিতে অভিযোগ দাখিল হয়েছে ১৭ হাজার ৭ শত ৪৯টি। যা গত বছরের তুলনায় শতকরা ৩৬ ভাগ বেশি। ইঁদুরের উৎপাতের অভিযোগ ব্লাজিওর আমলের তুলনায় বেড়েছে শতকরা ১৭ ভাগ।
অ্যাডামস প্রশাসন করোনার পর সপ্তাহে ২ দিন ঝাড়ু ও ট্র্যাশ পিকআপের নিয়ম ফিরিয়ে আনলেও আবর্জনার বোঝা কমছে না। মেয়র অবৈধ আবর্জনা ডাম্পিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারন করলেও ইতিবাচক ফল নেই।

সিটির স্যানিটেশন কমিশনার জেসিকা টিস অকপটে স্বীকার করেছেন গার্বেজ সমস্যার কথা। অবশ্য তিনি বলেছেন, জন সচেতনতা না বাড়লে সিটি একা এ সমস্যার সমাধান করতে পারবে না। প্রত্যেকের নিজ নিজ দায়িত্বটি পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *