নিউ ইয়র্ক রাজ্যে গাঁজা বৈধকরণ প্রক্রিয়া চূড়ান্ত

নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র

জাহান আরা দোলন: সবুজ হচ্ছে নিউ ইয়র্ক- গাঁজার সবুজপাতার রঙে রাঙাতে যাচ্ছে নিউ ইয়র্ক।

শনিবার নিউ ইয়র্ক স্টেটের শীর্ষ আইনপ্রণেতারা এম্পায়ার স্টেটে সর্বনিম্ন একুশ বছর বয়সীদের বিনোদনের জন্যে গাঁজা বৈধ করার সিদ্ধান্তে নিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই আইনসভার উভয় হাউজে বিলটি পাস হবে বলে আশা করা হচ্ছে।

গাঁজা সেবনের জন্যে বছরের পর বছর ধরে অব্যাহত থাকা কঠোর শাস্তি, বিশেষত অনেক কৃষ্ণাঙ্গ অধিবাসীদের জেল জরিমানার পরে, এই আইনের মাধ্যমে মারিজুয়ানার নির্দিষ্ট পরিমাণ তাদের নামের সঙ্গে জুড়ে থাকা ক্রিমিনাল রেকর্ডগুলো মুছে ফেলতে সাহায্য করবে।

এই বিলের মাধ্যমে তিন আউন্স থেকে চব্বিশ গ্রাম পর্যন্ত গাঁজা বৈধ করা হয়েছে।

এই বিলের মাধ্যমে মারিজুয়ানার উৎপাদন ও বিক্রয় পর্যবেক্ষণের জন্য গাঁজা ব্যবস্থাপনা সম্পর্কিত একটি অফিস প্রতিষ্ঠা করা হবে। এই অফিস মান নিয়ন্ত্রণের পাশাপাশি গাঁজা বিক্রির লাইসেন্সের বিষয়ে দায়বদ্ধ থাকবে। মোট লাইসেন্সের অর্ধাংশ সংখ্যালঘু এবং নারী মালিকানাধীন ব্যবসায়ীদের জন্য ধার্য করা হয়েছে।

রাজ্য আইনসভা ও গভর্নর নিযুক্ত বোর্ডের পাঁচজন সদস্য এই নতুন কার্যালয়ের তদারকি করবেন। গভর্নর কুমো চেয়েছিলেন, সংস্থাটি যেন কেবলমাত্র তার কাছেই রিপোর্ট করে।

আইন অনুসারে, প্রতি বাড়িতে ছয়টি প্রাপ্তবয়স্ক এবং ছয়টি অপ্রাপ্তবয়স্ক গাঁজা গাছকে বৈধ করা হয়েছে।

রোগীর চিকিৎসায় গাঁজা ব্যবহারের জন্য রাজ্য স্বাস্থ্য সংশ্লিষ্ট নিয়মকানুনও জানাবে।

করোনাভাইরাসের এই আর্থিক অনিশ্চয়তার সময়ে, বাজেট কর্মকর্তারা ধারণা করছেন, এই কর্মসূচি বছরে প্রায় পঁয়ত্রিশ কোটি ডলার আয় নিশ্চিত করতে পারে। এই আইনে মারিজুয়ানার ওপরে ৯ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত রয়েছে। অবশ্য কাউন্টি থেকে অতিরিক্ত ৪ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের অনুমতি রয়েছে।

কুমো অনুমান করছেন, মারিজুয়ানার বৈধ বাজার ত্রিশ হাজার থেকে ষাট হাজার কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

কমপক্ষে বারোটি রাজ্যে আমেরিকান ড্রাগ আইনকে শিথিল করে বিনোদনমূলক মারিজুয়ানাকে বৈধ করা হয়েছে। নিউ ইয়র্ক এই রাজ্যগুলোকে অনুসরণ করে উক্ত কর্মসূচি হাতে নিয়েছে।

পাবলিক ডিফেন্ডাররা আইনটির প্রশংসা করেছেন।❐

নিউ ইয়র্ক ডেইলি নিউজ অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *