নিউ ইয়র্ক মেয়রের মেয়ে বিক্ষোভে অংশ নেওয়ায় গ্রেফতার

যুক্তরাষ্ট্র

শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র।দেশজুড়ে আন্দোলন সংগ্রাম চলছে।বিক্ষোভে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিক্ষোভে যোগ দেয়ায় গ্রেফতার হয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্ল্যাসিওর মেয়ে। স্থানীয় সময় শনিবার তাকে বেআইনি জনসমাবেশে উপস্থিত হওয়ার জন্য গ্রেফতার করা হয়।

শনিবার রাতে ২৫ বছরের চিয়ারা ডি ব্ল্যাসিও ম্যানহাটনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এখানে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পুলিশ তাদের সড়কে পাশ থেকে সরে বললেও তারা তা অগ্রাহ্য করে অবস্থান নেন।

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, মেয়রের মেয়ে হিসেবে নিজের পরিচয় পুলিশের কাছে তুলে ধরেন নি চিয়ারা। তবে তিনি বাসার যে ঠিকানা দিয়েছেন তাদের গভর্নর ম্যানশনের কথা উল্লেখ ছিল। গ্রেফতারের পর পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।

নিজের রাজনৈতিক প্রচারে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিশুদের লালন-পালনের পক্ষে কথা বলেছেন। তিনি নিজে শ্বেতাঙ্গ, তবে তার স্ত্রী চারল্যান ম্যাকক্রে কৃষাঙ্গ।

প্রসঙ্গত, মিনিয়াপোলিস পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভেব উত্তাল যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *