নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের ১১তম সহায়তা কর্মসূচি

প্রবাস

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

বিতরণের সময় সংগঠনের সভাপতি শাহ্‌ শহীদুল হক (সাঈদ) বলেন, যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন তৈরি না হবে, যতদিন পর্যন্ত মানুষ চিন্তায় চেতনায় অস্থির থাকবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়, গতকাল জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজার কুইন্স বরো প্রেসিডেন্ট কার্যালয় থেকে এ অনুদান সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শাহ্‌ শহীদুল হক (সাঈদ) জানান, এবার নিয়ে মোট এগারোতম কর্মসূচিতে তারা প্রায় আড়াই হাজার পরিবারকে সহায়তা করেছেন।

গতকাল সংগঠনের পক্ষ থজেক একশ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

আয়োজিত কর্মসূচিতে আনুষ্ঠানিক বক্তব্য রাখেন কম্যুনিটি অ্যাক্টিভিষ্ট ও বিশিষ্ট ব্যবসায়ী রিয়েলটর জসিমউদ্দিন। তিনি বলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট যুগ যুগ ধরে মানব সেবা করে আসছে। চলমান করোনাভাইরাসে তাদের অবদান প্রশংসার দাবীদার। আমরা তাদের পাশে থাকব এবং সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করব।

সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন বলেন যুক্তরাষ্ট্র তথা নিউ ইয়র্কে একমাত্র সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্ট‌, যাদের কর্মসূচি নিরপেক্ষ এবং হতদরিদ্র জনগণের কল্যাণে নিবেদিত। বর্তমান পরিস্থিতিতে তাদের সেবা খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে যা ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি গোলাম মেহরাজ, কম্যুনিটি লিডার আলাউদ্দিন ভুলু, মানবতাকর্মী সৈয়দ ফারুক রহমান, জাহাঙ্গীর আলম জয়সহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছেন নাজমুল আলম শ্যামল।❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *