ট্রাম্পের নির্বাচনি প্রচারে থাকছেন না ইভাঙ্কা

যুক্তরাষ্ট্র

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাচনি প্রচারে মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে পাশে পাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট। এমনটিই জানিয়েছেন ট্রাম্পকন্যা। খবর দ্য গার্ডিয়ানে।

ইভাঙ্কা বলেছেন, তিনি পরিবারকে সময় দিতে চান। যদিও এর আগে ট্রাম্পের নির্বাচনি ক্যাম্পেইনের উপদেষ্টা ছিলেন তিনি। আগামী ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে লড়তে চান ট্রাম্প।

গতকাল মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেন। এসময় তার স্ত্রী মেলানিয়া, ছেলে এরিকসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এমনকি ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। কিন্তু ইভাঙ্কা ছিলেন না।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর তারা সপরিবারে ফ্লোরিডায় চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *