কাশ্মিরের তিন সাংবাদিক পুলিৎজার পুরষ্কার জিতলেন

প্রধান সংবাদ ভারত

কাশ্মিরি তিন সাংবাদিক পেলেন সম্মানসূচক পুলিৎজার পুরষ্কার। তারা হলেন– ফটোসাংবাদিক দার ইয়াসিন, মুখতার খান এবং চেন্নাই আনন্দ। তিনজনই মার্কিন বার্তা সংস্থা এপিতে (অ্যাসোসিয়েটেড প্রেস) কাজ করেন।

সোমবার ইউটিউবে সরাসরি সম্প্রচারে এ পুরষ্কার ঘোষণা করা হয়। ফিচার ফটোগ্রাফি শাখায় তাদের পুরস্কৃত করা হয়। গত বছরের আগস্টে ভারতশাসিত কাশ্মিরে অভূতপূর্ব লকডাউনের সাহসী সম্প্রচার করায় তাদের সম্মানজনক পুলিৎজার দেওয়া হয়। প্রতিবছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিৎজার ঘোষণা করা হয়। তবে এবার করোনাভাইরাস মহামারীর কারণে ওই আয়োজন বাতিল করে পুলিৎজার বোর্ড প্রশাসক ডানা কেনেডির লিভিংরুম থেকে ঘোষণা করা হয় এ পুরস্কার।

পরে ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে পুলিৎজার কর্তৃপক্ষ জানায়, অস্থির কাশ্মিরি জীবনের আকর্ষণীয় ছবি তোলার কারণে এপির তিন সাংবাদিক পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। কখনও পথচারীদের আড়ালে লুকিয়ে, কখনও রোডব্লক এড়িয়ে; আবার কখনও সবজির ব্যাগে ক্যামেরা নিয়ে এই তিন সাংবাদিক বিক্ষোভ, পুলিশ আর আধাসামরিক বাহিনীর অভিযান আর প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন। ছবি তোলা শেষে তারা স্থানীয় বিমানবন্দরে গিয়ে যাত্রীদের হাতে ফাইল দিয়ে দিল্লিতে এপির কার্যালয়ে ছবি পৌঁছে দেন।

সোমবার পুরষ্কার ঘোষণার পর এক ইমেইল বার্তায় পুলিৎজার পুরষ্কারজয়ী দার ইয়াসিন বলেন, সবসময়ই কাশ্মীরে সাংবাদিকতা ছিল ইঁদুর-বিড়ালের খেলা। আর এতে করে আমরা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতাম যে কখনই স্তব্ধ করা যাবে না।

দার ইয়াসিন ও মুখতার খান কাশ্মীরের মূল শহর শ্রীনগরের বাসিন্দা হলেও চেন্নাই আনন্দ জম্মু জেলার বাসিন্দা। আনন্দ বলেন, এই পুরষ্কার পেয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, আমি বিস্মিত আর বিশ্বাসই করতে পারছি না।

উল্লেখ্য, হিমালয়ের পার্বত্য এলাকা কাশ্মীরের আলাদা আলাদা অংশ শাসন করে থাকে ভারত ও পাকিস্তান। গত বছর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এই পদক্ষেপ ঘিরে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কারফিউ জারিসহ নাগরিক অধিকার সীমিত করা হয়। তখন বিক্ষোভের সময় দুর্লভ ছবি তোলেন ওই তিন সাংবাদিক।◉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *