করোনায় এনওয়াইপিডির ৫৪তম পুলিশ অফিসারের মৃত্যু

নিউ ইয়র্ক

রবিবার নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কস হাউজিং এর একজন অফিসার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি এনওয়াইপিডির ৫৪ তম করোনা আক্রান্ত সদস্য।

রবিবার পুলিশ বাহিনীর কাছে এক বার্তায় এনওয়াইপিডি(নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট) কমিশনার ডারমট শ্য বলেন, বিয়াল্লিশ বছরের অ্যাঞ্জেল সান্টিয়াগো, স্কুল সেফটি এজেন্ট হিসাবে সাত বছর কাজ করার পরে ২০১৬ সালে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিয়েছিলেন।

শ্য বলেন,’আমাদের ডিপার্টমেন্ট এবং নিউ ইয়র্কের জনগণ তার এই উৎসর্গ সবসময় মনে রাখবে। আমাদের এনওয়াইপিডি পরিবার আজ অ্যাঞ্জেলের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত। একইসঙ্গে আমরা কোভিডে মারা যাওয়া আমাদের সমস্ত ভাইবোনদের অকালমৃত্যুর জন্যও সমানভাবে শোকাহত।’

সান্টিয়াগো ব্রঙ্কসে বসবাস করতেন। তাকে এনওয়াইপিডির সপ্তম পুলিশ সার্ভিস এরিয়ায় নিয়োগ দেওয়া হয়েছিল। ৪০তম এবং ৪২তম অঞ্চলের অন্তর্ভুক্ত কিছু আবাসন প্রকল্প এর অন্তর্ভুক্ত।

দ্য পোলিস বেনেভলেন্ট এসোসিয়েশন রবিবারে টুইট করেছে, ‘মহামারীর এই এক বছরে কোভিড আরও একজন পিবিএ সদস্য, পুলিশ অফিসার অ্যাঞ্জেল এম সান্টিয়াগো, এনওয়াইপিডিপিএসএ৭ এর জীবন ছিনিয়ে নিল। এই ত্যাগের তুলনা নেই।’❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *