একমাত্র বাংলাদেশের মুদ্রা স্থিতিশীল: কৃষিমন্ত্রী

বাংলাদেশ রাজনীতি

করোনা ও ইউক্রেন যুদ্ধের পরও বাংলাদেশের একজন মানুষ না খেয়ে মারা যায়নি এবং মুদ্রাও স্থিতিশীল বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘বিশ্ব ব্যাংক ও আইএমএফের অর্থনীতিবিদরা তাদের আলোচনার রিভিউতে বলেছেন- পৃথিবীতে যদি তিনটা-চারটা দেশের অর্থনীতি সঠিক থাকে, তার মধ্যে বাংলাদেশ একটি। ভারত, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সকল দেশের চেয়ে বাংলাদেশের মুদ্রা একমাত্র স্থিতিশীল।’

আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের এমন উন্নয়ন দেখেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার-আলবদর ও স্বাধীনতাবিরোধীরা নানা রকম কুৎসা রটাচ্ছে। নানা রকম মিথ্যাচার করছে। তাদের কথা শুনে মনে হচ্ছে এই যেন বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুবে যাচ্ছে।’

ড. রাজ্জাক আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যখন কর্মসূচি দিয়েছেন পদ্মা সেতু উদ্বোধন হবে। নিজের টাকায় পদ্মা সেতু। প্রায় ৩৪ হাজার কোটি টাকায় এই পদ্মা সেতু হয়েছে। যারা বলেছিল পদ্মা সেতু হলে বাংলাদেশ টিকে থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের টাকায় পদ্মা সেতু হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *