আগ্নেয়াস্ত্র আইনের কাঠামোর বিষয়ে একমত মার্কিন সিনেট গ্রুপ

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সিনেটরদের দ্বিদলীয় একটি গ্রুপ সম্ভাব্য আগ্নেয়াস্ত্র আইনের কাঠামোর বিষয়ে একমত হয়েছে।

এ ব্যবস্থার মধ্যে থাকবে ২১ বছরের কম বয়সী আগ্নেয়াস্ত্র ক্রেতাদের জন্য আরো কঠিন অতীত অনুসন্ধানের ব্যবস্থা এবং অবৈধভাবে বন্দুক কেনাবেচার বিরুদ্ধে অভিযান।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার চেয়ে এ ব্যবস্থা অনেক কম।

দুটি বড় গণগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার লাখো মার্কিন নাগরিক আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার দাবিতে রাজধানীসহ দেশজুড়ে সমাবেশ করেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগ্নেয়াস্ত্র আইনে কিছু নমনীয় পরিবর্তন এনে সম্প্রতি একটি প্রস্তাব পাস হয়েছে। তবে মূলত রক্ষণশীল রিপাবলিকান সিনেটরদের বিরোধীতার কারণে উচ্চকক্ষ সিনেটে বিলটি আটকে যাবে বলে মনে করা হচ্ছে। আর সিনেটের পর্ব উৎরাতে না পারলে তা আইনও হবে না।

দুই শ বছরের বেশি আগে গৃহীত মার্কিন সংবিধানে প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার থাকায় বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনের একটি স্পর্শকাতর ইস্যু। বিশেষ করে রক্ষণশীলরা এর পক্ষে। সমালোচকরা বলেন, ভোট হারানোর ভয়ে রাজনীতিকরা প্রভাবশালী ‘বন্দুক লবির’ বিরুদ্ধে যেতে চান না। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *