লকডাউনের বিরুদ্ধে চীনের সিনজিয়াংয়ে প্রতিবাদ

আন্তর্জাতিক

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চীনের সিনজিয়াং প্রদেশে বিরল প্রতিবাদ হয়েছে। কোভিড-১৯ এর কারণে সেখানে দীর্ঘসময় লকডাউন রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের পর সেখানে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে ভিডিও ফুটেজ। এর যথার্থতা যাচাই করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায় লোকজন চিৎকার করছে ‘লকডাউনের ইতি ঘটাও’ বলে তারা বজ্রমুষ্টি আকাশের দিকে তুলে ধরে সড়কে এমন বিক্ষোভ করছেন।

রয়টার্স আরও বলেছে, ভিডিওতে দেখা যায়, একটি প্লাজায় বিপুল পরিমাণ মানুষ চীনের জাতীয় সঙ্গীত গাইছেন। অন্যদিকে কিছু মানুষ লকডাউন থেকে মুক্তি চেয়ে স্লোগান দিচ্ছেন। চীনের সর্বপশ্চিমাঞ্চলের এলাকা সিনজিয়াং। বিশাল এই এলাকায় দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় লকডাউন দেয়া হয়েছে।

এ প্রদেশের রাজধানী উরুমকি। সেখানে বসবাসকারী ৪০ লাখের বেশি অধিবাসীকে কমপক্ষে ১০০ দিনের জন্য তাদের বাড়ি ছাড়তে নিষেধাজ্ঞা দেয়া হয়। বৃহস্পতি ও শুক্রবার ওই শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০০ মানুষ। সিনজিয়াং প্রদেশে বসবাস করেন কমপক্ষে এক কোটি উইঘুর। অধিকার বিষয়ক গ্রুপ এবং পশ্চিমা সরকারগুলো দীর্ঘদিন অভিযোগ করে এসেছে, সেখানে বসবাসকারী জাতিগত মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতন চালাচ্ছে সরকার। এর মধ্যে এসব মানুষকে জোর করে অন্তর্বর্তী বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। তবে এসব অভিযোগ জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে চীন।

বৃহস্পতিবার উরুমকিতে একটি হাই-রাইজ ভবনে অগ্নিকাণ্ডের পর এই বিক্ষোভ দেখা দিয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। কর্তৃপক্ষ বলছে, ভবনটির অধিবাসীরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারতেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায়, ভবনটিতে বসবাসকারীরা সময়মতো বেরিয়ে আসতে পারেননি। কারণ, ওই ভবনটির অংশবিশেষ লকডাউন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *