নিউ ইয়র্ক প্রতিনিধি: এবারে লংআইল্যান্ডে সবচেয়ে বড় বাংলাদেশি সুপার মার্কেট উদ্বোধন হলো। ‘আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেট’ নাম নিয়ে গেল ১৮ নভেম্বর শুরু হলো বাংলাদেশি এই সুপার মার্কেটের যাত্রা।
এদিন উদ্বোধনকে উপলক্ষ্য করে আইল্যান্ড ফ্রেশ সুপার মার্কেটের স্বত্বাধিকারী কামরুজ্জামান কামরুল, মনসুর এ চৌধুরী, বেশব সরকার ও ফখরুল চৌধুরী রুহেলের সঙ্গে কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিতি হয়েছিলেন। প্রতিষ্ঠাতারা জানান, লংআইল্যান্ড, এলমন্ড, কুইন্স ভিলেজ, হলিসসহ আশপাশের এলাকার বাঙালিদের কথা চিন্তা করেই এই সুপার মার্কেট খোলা হয়েছে। এখানে বাংলাদেশি মাছ, মাংস, শাক-সবজিসহ সকল ধরনের পণ্য পাওয়া যাবে বলে তারা নিশ্চিত করেছেন। তারা জানান এটি অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের মতো। এই সুপার মার্কেটে রয়েছে প্রায় ১৫০টি গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত হয়েছিলেন জেবিবিএ-এর সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, ব্যবসায়ী ও বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট মনুজ্জামান চৌধুরী, শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, ব্যবসায়ী আব্দুর রহমান বিশ্বাস, সোহাগ আজম, মোহাম্মদ জিলানী, অধ্যাপক হুসনে আরা বেগম, নবান্ন রেস্টুরেন্টের মালিক আফতাবুজ্জামান শিমুল, আরিফ শাহরিয়ার প্রমুখ।
সুপার মার্কেটের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল বলেন, এ অঞ্চলে বাঙালী পরিচালিত কোনো সুপার মার্কেট নেই বলেই তারা স্থানীয় বাঙালীদের কথা মাথায় রেখে এটি চালু করেছেন। এখন থেকে স্থানীয় বাঙালীরা তাদের প্রয়োজনীয় সকল পণ্যই এখান থেকে কিনতে পারবেন। তিনি জানান, উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যেই তারা তাদের পণ্যে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই ছাড় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোক্তারা পণ্য কিনতে পারবেন।
ছবি