মারা গেলেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

আন্তর্জাতিক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। স্বাস্থ্যের অবনতি হওয়ায় ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ থেকে সরে দাঁড়ানোর প্রায় এক দশক পর তার মৃত্যু হলো।

২০১৩ সাল পর্যন্ত ৮ বছর ক্যাথলিক গির্জার নেতৃত্বে থাকা বেনেডিক্ট ১৪১৫ সালে ত্রয়োদশ গ্রেগরির পর প্রথম ব্যক্তি, যিনি মৃত্যুর আগেই পোপের দায়িত্ব ছেড়েছিলেন।

জীবনের শেষ বছরগুলো তিনি ভ্যাটিকানে কাটিয়েছেন এবং আজ শনিবার (৩১ ডিসেম্বর) সেখানেই নিজের বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

সাবেক এ প্রধান ধর্মীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ থাকলেও ভ্যাটিকান বলছে, বয়স বাড়ার কারণে তার অবস্থা আনো খারাপ হয়ে গিয়েছিল। গত বুধবারই বেনেডিক্ট গুরুতর অসুস্থ জানিয়ে তার জন্য বিশেষ প্রার্থনা করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছিল

জার্মানিতে জন্ম নেওয়া ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সালে যখন পোপ হন, তখন তার বয়স ছিল ৭৮। নির্বাচিত পোপদের মধ্যে তিনি ছিলেন অন্যতম বয়স্ক পোপ। তার আমলেই ক্যাথলিক চার্চের বিরুদ্ধে আইনি ঝামেলা ও যাজকদের হাতে দশকের পর দশক ধরে শিশু নির্যাতনের চূড়ান্ত প্রতিবেদন আলোর ‍মুখ দেখেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *