‘বাঁধবিরোধী’ মেধার সঙ্গের কারণে মোদির তোপে রাহুল

ভারত

ভারতের গুজরাটের নর্মদা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন করা মেধা পাটেকর কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রায়’ অংশ নেওয়ায় দলটির সংসদ সদস্য রাহুল গান্ধীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নর্মদা নদীর ওপর আলোচিত ‘সর্দার সরোবর বাঁধ’ প্রকল্পটি মেধা পাটেকরসহ আন্দোলনকর্মীদের আইনি বাধার কারণে তিন দশক ধরে আটকে ছিল।

২০১৭ সালে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই বাঁধ উদ্বোধন করে। এই বাঁধকে গুজরাটের জীবনরেখা হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

কংগ্রেসের পদযাত্রায় মেধা পাটেকরের অংশগ্রহণ নিয়ে গুজরাটের বিধানসভা নির্বাচনের এক সমাবেশে নরেন্দ্র মোদি বলেন, ‘একজন কংগ্রেস নেতাকে এমন এক নারীর সঙ্গে পদযাত্রা করতে দেখা গেছে যিনি নর্মদা প্রকল্প তিন দশক ধরে আটকে রেখেছিলেন। ’ পাটেকরের বিরুদ্ধে তিনি গুজরাটের মানহানি করারও অভিযোগ তোলেন।

মোদি আরো বলেন, ‘আপনাদের কাছে ভোট চাইতে এলে কংগ্রেসকে বলুন, আপনারা নর্মদা বাঁধের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের কাঁধে হাত রেখে পদযাত্রা করেছেন। ’

মেধা পাটেকর ‘নর্মদা বাঁচাও আন্দোলন’ এর নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বাঁধের পানি হাজার হাজার আদিবাসী পরিবারকে বাস্তুচ্যুত করবে। বিজেপি সবসময় তার আন্দোলনের সমালোচনা করে এসেছে।

শনিবার (১৯ নভেম্বর) বিজেপির সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘মেধা পাটেকর ‘নর্মদা বিরোধী, গুজরাট বিরোধী এবং দেশ বিরোধী’। তিনি নর্মদা বাঁধের নির্মাণ ঠেকানোর চেষ্টা করেন। মানুষের জন্য নদীর পানি ব্যবহারের বিরোধিতা করেছেন তিনি। ’

নাড্ডা আরো বলেন, ‘যদি এই ধরনের লোক রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন তাহলে বুঝতে হবে এটি তার (রাহুল) মানসিকতারও প্রতিফলন। ’

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন, ‘কংগ্রেস এমপি তাদের পক্ষে দাঁড়িয়েছেন যারা গুজরাটীদের পানির অধিকার অস্বীকার করেছে। ’

ভূপেন্দ্র প্যাটেল টুইটে আরো বলেন, ‘কংগ্রেস ও রাহুল গান্ধী বারবার গুজরাট ও এই রাজ্যের মানুষের প্রতি শত্রুতা দেখিয়েছে। মেধা পাটেকরকে পদযাত্রার কেন্দ্রবিন্দুতে রেখে রাহুল গান্ধী দেখিয়েছেন তিনি এমন মানুষের পাশে আছেন যারা কয়েক দশক ধরে গুজরাটের মানুষের পানির অধিকার অস্বীকার করছে। গুজরাট এটি সহ্য করবে না। ’

গুজরাটে ১ এবং ৫ ডিসেম্বর দুই ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। হিমাচল রাজ্যের সঙ্গে ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *