উড্ডয়নের সময় মার্কিন বিমানে আগুন, যাত্রীদের আর্তনাদ

আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে নিউইয়র্কগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে যায়।

এক প্রতিবেদনে সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

বিমানটি উড্ডয়নের সময় এর এটি পাখা থেকে আগুনের গোলা বের হতে দেখা যায়। পরে বিমানটি উড্ডয়ন স্থগিত করে এর যাত্রীদের বের করে আনা হয়। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হিউস্টন ফায়ার বিভাগ।

তবে বিমানের পাখাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যাত্রীদের ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, পাখা থেকে আগুনের গোলা বের হওয়ার পরই যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। একজনকে বলতে শোনা গেছে, ‘দয়া করে এখান থেকে আমাদের বের করে নিন।’

নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বিমানটিতে ১০৪ যাত্রী এবং ৫ জন ক্রু ছিলেন।

এদিকে গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের কাছে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত এবং ১৯ আহত হয়েছেন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের বিমান দুর্ঘটনায় আরোহি সবাই মারা গেছেন। এদের মঙ্গে ভূমিতে থাকা এক ব্যক্তিও মারা যান। ফিলাডেলফিয়ার মেয়র শনিবার এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *