ইরাকের জনপ্রিয় টিকটক তারকাকে বাড়ির সামনে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

ইরাকের জনপ্রিয় টিকটক তারকা উম ফাহাদকে বাগদাদে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর পূর্ব জায়েন এলাকায় দুর্বৃত্তদের হামলায় ওই টিকটক তারকা নিহত হন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গাড়িতে চড়ে যাওয়ার সময় মোটরবাইকে আসা একদল দুর্বৃত্ত তাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছে, হামলাকারীরা খাবার সরবরাহকারী ছদ্মবেশে এসে তাঁকে গুলি করে হত্যা করে। এদিকে মার্কিন মালিকানাধীন আল হুরা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় আরেক নারী আহত হয়েছেন।

ফাহাদের প্রকৃত নাম গুফরান সাওয়াদি। ফাহাদ টিকটকে পপ মিউজিকের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়েছেন। তাঁর হাজার হাজার ভক্ত-অনুসারী রয়েছে।

আদালত ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা’ ক্ষুণ্ন করে এমন ভিডিও শেয়ার করার জন্য গত বছর তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।

ওম ফাহাদের অশালীন ভিডিও তৈরি ইরাকি সমাজ এবং পারিবারিক সংস্কৃতিতে কতটা প্রভাব পড়ে তা জানার জন্য ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *