নিউইয়র্কের নোঙর গ্যালারীতে, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজেন করেছে। ১৪ ডিসেম্বর শনিবার থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পদর্শনী সাধারণ দর্শকের জন্য উম্মুক্ত থাকবে।
আর্টিস্ট ফোরামের সকল সদস্যের একটি করে মুক্তিযুদ্ধ বিষয়ক শিল্পকর্ম থাকবে এই প্রদর্শনীতে। ফোরামের সদ্য প্রয়াত উপদেষ্টা একুশে পদক প্রাপ্ত শিল্পী কালিদাস কর্মকারকে উৎসর্গ করা এই প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী রথিন্দ্রনাথ রায়।
স্থানীয় সময় শনিবার বিকাল ৪টায় এর উদ্বোধন হবে। প্রদর্শনীটির কিইরেটর শিল্পী মোহাম্মেদ হাসান রোকন এবং আয়োজন সহযোগীতায় শিল্পী জাহেদ শরীফ এবং নোঙর গ্যালারী।