৬ বছরে ১৭২ জন বাংলাদেশিকে ভারত নাগরিকত্ব দিয়েছে!

আন্তর্জাতিক প্রধান সংবাদ বাংলাদেশ ভারত
গত ৬ বছরে ১৭২ জন বাংলাদেশি শরণার্থীকে ভারতের নাগরিকত্ব দেয়া হয়েছে, যাদের মধ্যে মুসলমানও রয়েছেন, বলেছেন ভারতের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
 
তিনি বলেন ২ হাজার ৮৩৮ জন পাকিস্তানি শরণার্থী, ৯১৪ জন আফগান শরণার্থী ছাড়াও ১৯৬৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪ লাখেরও বেশি তামিলকে (শ্রীলঙ্কার জাতি) নাগরিকত্ব দেয়া হয়েছে,
 
আজ রোববার নাগরিকত্ব সংশোধনী আইন বিষয়ক এক অনুষ্ঠানে সীতারমণ এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়া।
 
তিনি জানান, ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা ৫৬৬ জন মুসলমানকে নাগরিকত্ব দিয়েছে ভারত। ২০১৬ সালেই আদনান সামিকে (পাকিস্তানের) ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছিল।
কথিত অনুপ্রবেশকারী শনাক্ত করতে নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি ও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিতে সিএএ পাসের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতের নরেন্দ্র মোদির সরকার।
 
এনআরসি-সিএএ’র বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব সংখ্যালঘু (অমুসলিম) পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেবেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে।
 
সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ বহুজাতি ও সংস্কৃতির ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *