যুক্তরাষ্ট্রের ২২ অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। চলতি মাসে তৃতীয়বারের মতো সংক্রমণে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে। ২২টি অঙ্গরাজ্যে মহামারী করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার রেকর্ডসংখ্যক ৯১ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই দিনে এক হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেই বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

মার্কিন নির্বাচনী লড়াইয়ের অন্যতম ক্ষেত্র উইসকনসিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমাবেশের কারণে মহামারী পরিস্থিতির অবনতির দিকে চলে যেতে পারে। গ্রিন বে’র হাসপাতালগুলো এমন হুঁশিয়ারিই দিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এক তথ্যে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখে পৌঁছাতে আর বেশি বাকি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যখন ভোটের লড়াইয়ে মুখোমুখি, তখন সংক্রমণ সংখ্যাও যেন নতুন উদ্যম নিয়ে বাড়ছে।

কয়েকটি হাসপাতাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যে কোনও সময়ের চেয়ে এখন বড় ধরনের জমায়েত এড়িয়ে যাওয়া উচিত। বিশেষ করে উইসকনসিনের গ্রিন বে এলাকায়। যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলে করোনার দ্রুত সংক্রমণ ঘটছে, তার মধ্যে এটি অন্যতম।

শুক্রবারে বেশ কয়েকটি সমাবেশকে সামনে রেখে ট্রাম্প বলেন, অনেক বেশী নমুনা পরীক্ষার অর্থ হচ্ছে অনেক বেশী করোনা শনাক্ত। আমরা সবচেয়ে ভালো পরীক্ষা করছি। মৃত্যুর সংখ্যা কমছে।

সম্প্রতি ট্রাম্পের সমাবেশে অংশগ্রহণকারীদের পরীক্ষা করার পাশাপাশি তাদের মাস্ক দেওয়া হচ্ছে। কিন্তু এতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বললেই চলে। কিছু কিছু সমর্থক মাস্ক না পড়েই সমাবেশে যোগ দিচ্ছেন।

বাইডেনও তার নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন। যদিও তাতে সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। লোকজনকে তাদের গাড়ির ভেতরে বসেই সমাবেশে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *