নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচন, একই আসনে ৪ বাংলাদেশি

নিউ ইয়র্ক প্রবাস যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের একটি আসনে চার বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন। কুইন্সের ডিস্ট্রিক্ট ২৪-এর কাউন্সিলম্যান রোরি ল্যান্সমেন স্টেট গভর্নর অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় পদটি শূন্য হয়। রোরি ল্যান্সমেন কুমো প্রশাসনে দায়িত্ব নেওয়ার জন্য পদত্যাগ করেন।

২৩-৩১ জানুয়ারি পর্যন্ত ‘ইয়ারলি ভোটিং’ সময়। আগামী ২ ফেব্রুয়ারি ওই আসনটিতে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এতে চার বাংলাদেশিসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বাংলাদেশি প্রার্থীদের মধ্যে রয়েছেন কমিউনিটি মানবাধিকার কর্মী এবং বাংলাদেশি আমেরিকানস্‌ ফর পলিটিক্যাল প্রোগ্রেসের সহপ্রতিষ্ঠাতা মৌমিতা আহমেদ, স্বাস্থ্যসেবা এবং উচ্চশিক্ষা প্রযুক্তি নির্বাহী দিলীপ নাথ, কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাটর্নি সোমা সৈয়দ, কমিউনিটি মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী মুজিব রহমান।

সংশ্লিষ্টরা বলছেন, একই আসনে চার বাংলাদেশি থাকায় ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে। এক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকার পরও তা হাতছাড়া হয়ে যেতে পারে। ফলে অনেকে আক্ষেপ করে বলছেন, সবাই মিলে যদি একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া যেত, তাহলে এবারই হয়তো ইতিহাস তৈরি হতো।

কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার কিউ গার্ডেন্স হিলস, ফ্রেশ মেডোজ, হিলক্রেস্ট, পমোনক, জ্যামাইকা হিলস এবং ব্রায়ারউড নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার ৩৩ শতাংশের বেশি ভোটার হচ্ছেন বাংলাদেশসহ দক্ষিণ এশীয়। এই এলাকায় বাংলাদেশিদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে উঠেছে।

তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সিটি কাউন্সিল সদস্য জেমস জেনারো। 

অবস্থা এমন যে ভোট ভাগ হবে চার বাংলাদেশি প্রার্থীর মধ্যে। সেই সঙ্গে যদি আমেরিকানসহ অন্যান্য দেশ থেকে আসা মানুষের ভোট টানা না যায়, তাহলে হয়ত এই সুযোগে এই আসনের সাবেক কাউন্সিলম্যান জেমস জেনারো আবারও জয়ী হতে পারেন।❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *