নিউ ইয়র্কে ফাহাদ সোলায়মানের সৌহার্দ্য-সম্প্রীতির ইফতার আয়োজন

প্রবাস

রূপসী বাংলা, নিউ ইয়র্ক থেকে: কম্যুনিটিরঅত্যন্তপরিচিতমুখ, মূলধারারডায়নামিকরাজনীতিবিদ, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের পরিচালক এবং ফাউমা ইনোভেটিভ ও অল চয়েজ এনার্জির ডিরেক্টর ফাহাদ সোলায়মান।

অতি অল্প সময়ে কম্যুনিটি এবং মূলধারায় যোগ্য নেতৃত্বের আলোর বিচ্ছরণ ঘটিয়ে যাচ্ছেন। যে কারণে যোগ্য স্থানে আলোকিত ফাহাদ সোলায়মান। তারই আয়োজনে গত ৩ মে উড সাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো সৌহার্দ্য সম্প্রীতির ইফতার মাহফিল। তার এই আয়োজনে সকল ধর্ম, বর্ণ এবং গোত্রের মানুষেরা উপস্থিত ছিলেন। ছিলেন মুলধারার রাজনীতিবিদ, কম্যুনিটি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাহাদ সোলায়মান। তিনি তার বক্তব্যে আনুষ্ঠানে আসার জন্য সবার প্রতি  কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা এই দেশে বাস করি, এটাই এখন আমাদের দেশ।  সুতরাং সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।

কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ড বলেন, আমরা সবাই মিলে মিশে এই কম্যুনিটিকে এগিয়ে নিতে চাই। কম্যুনিটিকে এগিয়ে নিতে হলে ফাহাদ সোলায়মানের মতো যোগ্য নেতৃত্ব আমাদের আরো চাই। তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

ক্যাটেলিনা ক্রুজ সবাইকে রমজান ও আগাম ঈদের শুভেচ্ছা জানান। অন্যদিকে  জেসিকা গঞ্জালেস ইফতার মাহফিলে আসছেন জেনেই তিনি ভিন্ন ধর্মাবলম্বী হলেওআজকে রোজা রেখেছেন এবং সবার সাথে ইফতার করেছেন। তিনি প্রমাণ করেছেন ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই।

অনেকটা ইন্টারফেইথ এই ইফতার মাহফিলে মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাসেম্বলি ওম্যান ক্যাথেলিনা ক্রুজ, স্টেট এ্যাসেম্বলি ওম্যান জেসিকা গঞ্জালেস, সিটি কাউন্সিলম্যান প্রার্থী ব্রেন্ট ও লিয়ারি, সিটি কাউন্সিলম্যান প্রার্থী ইনগ্রিড গোমেজ, শেখর কৃষ্ণা, কুইন্স বরো প্রেসিডেন্ট  ডোনাবান রিচার্ড, শাহ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও রূপসী বাংলার সম্পাদক শাহ্‌ জে. চৌধুরী।

আরো ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ  সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, সাধারণ সম্পাদক আহসান হাবিব, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাধারণ সম্পাদক  আশরাফুজ্জামান, উপদেষ্টা নূর ইসলাম বর্ষণ, বাংলাদেশ আমেরিকান বিজনেস এলায়েন্সের আহসানহাবিব, অলিব আহমেদ, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ এবং গোল্ডেন হোম কেয়ারের ডিরেক্টর রানো নেওয়াজ,  বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, বিশিষ্ট শিল্পী বেবি নাজনীন, বিশিষ্ট ব্যবসায়ী রন হক, ইশতিয়াক রুমি, সেলিম ইব্রাহিম, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট সাকিল মিয়া, মিয়া মোহাম্মদ দুলাল, সাউন্ড গিয়ারের সায়েম, আফতাব জনি, সোহেল গাজী, মোহাম্মদ কামাল, মোহাম্মদ জামান, আমিন ম্যাক, বাপার হুমায়ুন কবীর, এরশাদ সিদ্দিকী, রাসেক মালিক, বাংলাদেশ ক্লাবের প্রেসিডেন্ট নূরুল আমিন বাবু, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট কাজী শাখাওয়াত হোসেন আজম, শো-টাইম মিউজিকের আলমগীর খান আলম, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. রফিকআহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামান বাচ্চু, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের শাহ্‌ শহিদুল হক, আব্দুর রউফ দিলিপ, রফিকুলইসলাম (৮১ স্ট্রিট ক্লাব), সিরাজুল ইসলাম খান, রফিকুল ইসলাম, মোহাম্মদ কাইয়ুম, শিল্পী কামরুজ্জামান বকুল, আনোয়ার হোসেন, গোপাল স্যান্যাল, শুভ রায়, চন্দন  চৌধুরী, মোর্শেদ খান অপু, চন্দ্রা রায়, মাওলানা শহীদুল্লাহ্‌, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হাজী আব্দুর রহমান, আমানত হোসেন আমান, মোহরখান, সাইয়েদ মুস্তাকিম চৌধুরী, এনাম চৌধুরী, রাবু বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি ইসমাইল। তিনি করোনায় যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আক্রান্তদের সুস্থতায় বিশেষ দোয়া করেন।❐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *