করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ভারতে

ভারত

আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা।

শনিবার এমন আশঙ্কা ব্যক্ত করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পরিচালক রণদীপ গুলেরিয়া।

তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এই পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার ভারতে টিকাদান কর্মসূচি সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ব্যক্ত করলেও রণদীপ গুলেরিয়া আরেকটি বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, কভিশিল্ড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়লেও তাতে খারাপ প্রভাব পড়বে না। তবে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের প্রসঙ্গ তুলে ‘আনলক’ পর্বে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসা বিশেষজ্ঞ।

ভারতের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে রণদীপ গুলেরিয়া বলেছেন, দ্বিতীয় ঢেউয়ের উদাহরণ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তৃতীয় ঢেউ আসার আগে সংক্রমণের ‘হটস্পষ্টগুলো’ চিহ্নিত করে কভিড পরীক্ষা এবং চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *