করোনাভাইরাস আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র, ১দিনে ১,৪৮০ জনের মৃত্যু

প্রধান সংবাদ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র, ইটালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থা সবচেয়ে খারাপ।

শনিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬৪ হাজার ১০৩ জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লক্ষ ৮৮ হাজার ৪৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ০১৯ জন।

ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬ শতাধিক সেনা সদস্য। চীনে দ্বিতীয় দফায় করোনা ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তুরস্কে ২০ বছরের কম বয়সীদের জন্য কারফিউ জারি করেছে দেশটির সরকার।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইটালিতে- ১৪ হাজার ৬৮১ জন। এরপরই আছে স্পেন। দেশটিতে মারা গেছেন ১১ হাজার ৭৪৪ জন।

ইটালি ও স্পেনের পর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৭৩ জন। মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৭ হাজার ৭৮৮ জন, যুক্তরাজ্যে ৪ হাজার ৩১৩ জন, ইরানে ৩ হাজার ৪৫২ জন, চীনে ৩ হাজার ৩২৬ জন।

জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ১ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত বিশ্বের আর কোনও দেশ একদিনে এত মৃত্যু ঘটে নি। দেশটিতে সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্ক শহরের। মোট মৃত্যুর ১ তৃতীয়াংশ এ শহরেরই।

শুক্রবার নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, আমাদের আরও খারাপ অবস্থা মোকাবেলার জন্য সতর্ক থাকতে হবে। তিনি সরকারের কাছে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামের জন্য অনুরোধ জানান। ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশে মারা গেছেন যথাক্রমে- ফ্রান্সে ১১২০, স্পেনে ৮৫০, ইতালিতে ৭৬৬, যুক্তরাজ্যে ৬৮৪ ও ইরানে ১৫৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৭৭ হাজার ৫২২ জন। এরপর যথাক্রমে রয়েছে- স্পেনে ১ লাখ ২৪ হাজার ৭৩৬, ইতালি ১ লাখ ১৯ হাজার ৮২৭, জার্মানি ৯১ হাজার ১৫৯, ফ্রান্স ৮২ হাজার ৬২৩, চীন ৮১ হাজার ৬৩৯ ও ইরানে ৫৫ হাজার ৭২৬ জন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মাস্কের ক্রমবর্ধমান চাহিদার ফলে বাজারে এর ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা করছে ট্রাম্প প্রশাসন। এজন্য মাস্ক না পেলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাম্পের বলেন, ‘কাপড়ের ঘনত্বের বিচারে স্কার্ফ মাস্কের ভালো বিকল্প।’

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি শনিবার জানান, ৬শ’ সেনা সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনা আক্রান্ত একজনের মৃত্যুর পর দেশটির শীর্ষস্থানীয় চিকিৎসকরা সতর্ক করেছেন। করোনার ব্যাপক সংক্রমণ ঠেকাতে ভারত যথাযথ পদক্ষেপ না নিলে মৃতের দিক দিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে ভারত।

এদিকে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ছড়ানোর বিষয়ে চীনকে সতর্ক করলেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, দেশটি প্রথম ধাক্কা সামলে উঠলেও এখন আবার সেখানে সংক্রমণ ছড়াতে শুরু করেছে।

এছাড়া হংকং, সিঙ্গাপুর ও তাইওয়ানে প্রথম দিকে সংক্রমণ ততটা না ছড়ালেও এখন বাড়ছে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে নাজুক অবস্থা ইরানের। দেশটিতে তিন সহস্রাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি ৫৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। তবে দেশটির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের উপস্থাপিকা ব্রুক বল্ডউইন। শুক্রবার ইনস্টাগ্রাম নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানান তিনি। বল্ডউইন লেখেন, হঠাৎ করে সর্দি, মাথাব্যথা, জ্বরের উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাই। পরে করোনাভাইরাস পজিটিভ আসে। তবে আমি ঠিক আছি।

বিবিসি, রয়টার্স ও এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *