ইসরায়েলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি জঙ্গী বিমানের সাহায্যে একের পর এক বোমা হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েল গাজা উপত্যকায় কয়েকশ বার বিমান হামলা চালিয়েছে। জবাবে ব্যাপকভাবে রকেট হামলা চালাচ্ছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ অন্য সশস্ত্র সংগঠনগুলো।

ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত ফিলিস্তিনি সংগঠনগুলো এক হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে। এতে দুপক্ষেই হতাহতের সংখ্যা বেড়েছে। আজ বৃহস্পতিবার ইদুল ফিতরের সকালে ইসরায়েলি বোমা হামলায় ১৭ শিশু ও ৮ নারীসহ কমপক্ষে ৭০ জন নিহত ও ৩৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

রয়টার্সের এক ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি মুহুর্মুহু বোমা হামলায় একের পর এক ধ্বসে পড়ছে এবং নিমিষেই গুঁড়িয়ে যাচ্ছে গাজা উপত্যকার বহুতল ভবনগুলো।

অন্যদিকে, হামাসের হামলায় এক শিশুসহ কমপক্ষে ৬ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে ১৫০০টি রকেট হামলা চালিয়েছে হামাস।

ইসলামি জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেড জানিয়েছে, বুধবার তেল আবিব, আশকেলন বি’র শেবা ও সেদরতে ১০০ রকেট ছুঁড়েছে তারা। হামাসের সামরিক শাখা ইযাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখে ২১০টি রকেট ছুঁড়েছে।

ইহুদিবাদী বাহিনীও জানিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলো সোমবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে এক হাজারের বেশি রকেট ছুঁড়েছে। তবে, আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত কতগুলো রকটকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে- তা পরিষ্কার নয়। এরইমধ্যে ইসরায়েলি সেনারাও স্বীকার করেছে যে, রকেট ভূপাতিত করার ক্ষেত্রে আয়রন ডোম খুব একটা কার্যকর বলে প্রমাণিত হয় নি।❐

আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *