‘রাইফেল হাতে ছাদে হামাগুড়ি, এরপরই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি’

প্রধান সংবাদ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারকালে হামলার শিকার হয়েছেন। বিবিসিকে এক ব্যক্তি জানিয়েছেন, তিনি সমাবেশের বাইরে ছিলেন এবং ট্রাম্প কী বলছিলেন সেটিই কেবল শুনতে পারছিলেন। সেইসময়ই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে।

বিবিসিকে ওই ব্যক্তি বলেন, সমাবেশের কাছের একটি ভবনের ছাদে হামাগুড়ি দিচ্ছিলেন একজন। প্রতক্ষ্যদর্শী ওই ব্যক্তির দাবি, ছাদে থাকা ব্যক্তির হাতে তিনি রাইফেলও দেখেছিলেন। তবে এই ঘটনা নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন হামলাকারী।

বিবিসিকে ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা দেখেছি, লোকটি (হামলাকারী) হামাগুড়ি দিচ্ছিল…আমাদের কাছেই একটি ভবনের ছাদের ওপর।’ তিনি দাবি করেছেন, ট্রাম্প বক্তব্য শুরুর করার পাঁচ থেকে সাত মিনিট পর এ দৃশ্য দেখেন।

তিনি আরও বলেন, আমি ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিয়েই যাচ্ছেন। তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না। তার দিকে দৃষ্টি দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম। এরপর পাঁচটি গুলির শব্দ শুনতে পাই।

তবে বিবিসির পক্ষ থেকে প্রত্যক্ষদর্শীদের এসব কথা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *