যুক্তরাষ্ট্রের মিশিগানে সিটি অফ ওয়ারেনের দেশী হলে অনুষ্ঠিত হয়ে গেলো ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের রিইউনিয়ন ও বন্যার্তদের জন্য ফান্ডরেইজিং ডিনার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ নভেম্বর (শনিবার) আয়োজিত এই অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের বেশির ভাগ পরিবারই উপস্থিত ছিলেন। উপদেষ্টারা হলেন আবুল হুসেন ভিংরাজ, ফজলুল হক মাস্টার, মতিন চৌধুরী, গৌসুল হুসেন, ইসমাইল আলী শায়েস্তা, ফারুক আহমেদ, সলসু মিয়া, আব্দুল ওয়াসিদ চৌধুরী (আসুক মিয়া), মঈন উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ, মোহাম্মদ আলী সঞ্জর। কার্যকরী পরিষদের সদস্যরা হচ্ছেন মোহাম্মদ জামান খোকা, আব্দুল বাসিত, আব্দুল কাদির চৌধুরী ডিজু, আহাদ আহমেদ, জাবেদ চৌধুরী, মোহাম্মেদ কবির টিটু, মোহাম্মদ মুকিত, আবুল খায়ের, আবু জুবের, ইকরাম আহমেদ, খোকন আহমেদ, মুহিব উদ্দিন জেমস, জুবের আহমেদ রিপন, নাসিমুল করিম, ইকবাল হুসেন চৌধুরী ইকু, বদরুল ইসলাম বাসিক, সুমন কবীর, গোলাম মোস্তফা নাদির।
আয়োজকরা জানান, বাংলাদেশে বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের ফান্ড সংগ্রহের ধারাবাহিকতার অংশ হিসেবে এই নৈশভোজের আয়োজন করা হয়।
ইতিমধ্যে ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগানের পক্ষ থকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারকে পুনর্বাসনের জন্য ঢেউটিন দেওয়া হয়েছে। ২ নভেম্বর দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার চণ্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ ঢেউটিন বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যস্থাপনায় সরেজমিনে তালিকা করে এ সহায়তা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছবি