মিথ্যার ওপর ভিত্তি করে ইরাকে হামলা চালানো হয়েছিল: জন কেরি

যুক্তরাষ্ট্র

ইরাক যুদ্ধ মিথ্যার ওপর ভিত্তি করে শুরু হয়েছিল বলে স্বীকার করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে এটি কোনো আগ্রাসন ছিল না বলে তিনি দাবি করেছেন। খবর আরটির।

সম্প্রতি ফরাসি টেলিভিশন এলসিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মার্কিন বিশেষ দূত কেরি বলেন, ২০০৩ সালে মিথ্যার ওপর ভিত্তি করেই মার্কিন নেতৃত্বাধীন বাহিনী ইরাকে হামলা শুরু করে। কিন্তু এটি কোনো আগ্রাসন ছিল না।

কেরি জোর দিয়ে বলেন, ইরাকে মার্কিন আগ্রাসন ইউক্রেনের সংঘাত থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মিথ্যা অভিযোগে ইরাকে আক্রমণ করে যুক্তরাষ্ট্র। কেরি এটুকু স্বীকার করেন এটি যে মিথ্যা তা মানুষ জানত না।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি ইরাক যুদ্ধ নিয়ে পুনরায় বিতর্ক করতে যাচ্ছি না। আমরা প্রেসিডেন্ট বুশকে এ যুদ্ধ শুরু করার ক্ষমতা দিয়েছিলাম, দুঃখজনকভাবে এটি ছিল মিথ্যার ওপর ভিত্তি করে।

২০০৩ সালে ৯ এপ্রিল সাদ্দাম সরকারের পতনের মাধ্যমে ইরাকের নিয়ন্ত্রণ নেয় মার্কিন যৌথবাহিনী। যদিও পরবর্তীতে ইরাকে বিধ্বংসী অস্ত্র না পাওয়াসহ যুদ্ধ দীর্ঘমেয়াদি হয়ে ওঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। টানা ৬ বছর যুদ্ধ শেষে ২০০৯ সালের এপ্রিলে ইরাক ছাড়তে শুরু করে মার্কিন বাহিনী।

এর পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ২০১০ সালের ৩১ আগস্ট ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। ততদিনে সাড়ে চার হাজারের বেশি মার্কিন সেনা এবং ইরাকের এক লাখের বেশি বেসামরিক মানুষ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *