বগুড়ায় মদ খেয়ে পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২

আঞ্চলিক বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মদ খেয়ে মাতলামি ও পুলিশকে গালি দেওয়ায় ছাত্রলীগের কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মামলার পর তাদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত সোয়া ২টার দিকে সান্তাহার রেলওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন- আবদুল্লাহ আল মামুন (২৩) ও সাজু হোসেন (৩৩)।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, রবিবার রাতে উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন তাঁর সহযোগী সাজুকে নিয়ে মাতাল অবস্থায় সান্তাহার স্টেশনে আসেন। এ সময় তারা রেলওয়ে থানার সামনে এসে মাতলামি শুরু করেন। সেখানে দায়িত্ব পালনরত পুলিশ তাদের থামাতে চাইলে তারা পুলিশকে অকথ্য ভাষায় গালি দেন।

ওসি আরো বলেন, তাদের আচরণে পুলিশ ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন ও তার অপর সহযোগী সাজুকে গ্রেপ্তার করে।

আবদুল্লাহ আল মামুন সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকার পিন্টু হোসেনের ছেলে। সাজু হোসেন সান্তাহার স্টেশন কলোনির আব্দুর রহিমের ছেলে। সোমবার দুপুরে গ্রেপ্তার দুজনকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *