ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এ অঞ্চলটিকে বাংলাদেশে পরিণত করতে যায় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সংসদ সদস্যের এমন মন্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে রাজ্যে।
সম্প্রতি তৃণমূলের নির্বাচনী প্রচারে বাংলাদেশের ‘জয় বাংলা’ ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের ‘খেলা হবে’ স্লোগান ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। বিধান সভা নির্বাচনের আগে উত্তাপ ছড়াচ্ছে দুই প্রধান রাজনৈতিক দলের এই বিরোধ।
শুভেন্দু অধিকারীর দাবি পশ্চিমবঙ্গকে বাংলাদেশে রূপান্তর করতেই দেশটির স্লোগান আমদানি করছে তৃণমূল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলকে বিপুল ভোটে হারিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হবে বলেই আশাবাদী তিনি।
বাংলাদেশি স্লোগান বাদ দিয়ে পশ্চিমবঙ্গকে বিজেপির ‘ভারত মাতার জয়’ আর ‘জয় শ্রীরাম’ স্লোগান বেছে নিতে আহ্বান জানান এই সাংসদ।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাতে এ খবর জানায় বিভিন্ন সংবাদমাধ্যম।❐