দিল্লি পুলিশ ১৩ হাজার ফোন কলেও ব্যবস্থা নিতে এগিয়ে আসে নি

প্রধান সংবাদ ভারত

ভারতের রাজধানী দিল্লিতে চলমান সংঘর্ষে সেখানকার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে দেশটির দুটি গণমাধ্যম।

এনডিটিভির একটি টক শোতে বলা হয়েছে, চার দিনেরও কম সময়ে পুলিশের কাছে ১৩ হাজারের বেশি ফোন কল গেছে। দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণেও একই কথা বলা হয়েছে।

স্থানীয়দের উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, রবিবার ফোন করা হলেও পুলিশ ব্যবস্থা নেয় নি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় তেতে উঠেছে দিল্লি।

তাতে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু শ’র বেশি মানুষ।

অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ কন্ট্রোল রুমের কল লগ যাচাই করে দেশটির সংবাদমাধ্যম।

দেখা গেছে, ২৩ তারিখ রবিবার বিক্ষোভের প্রথম দিন সন্ধ্যায় ৭০০ ফোন কল যায় পুলিশের কাছে।

২৪ তারিখে এক ধাক্কায় তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫০০ ফোন কল। ২৫ ফেব্রুয়ারি ৭ হাজার ৫০০ ফোন পায় পুলিশ।

ওই দিন রাত থেকেই এলাকা পরিদর্শনে বের হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

এর পরদিন ২৬ ফেব্রুয়ারি ১ হাজার ৫০০ ফোন কল পায় পুলিশ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *