যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারসংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। আগামী ১০ থেকে ১৩ জুলাই পর্যন্ত তারা বাংলাদেশ সফর করবেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রতিনিধি দলে দেশটির অর্থনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজ এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও রয়েছেন।
সূত্র বলছে, সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা সফরের সময় আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ওয়াশিংটন বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ জুন) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করেন মুশফিক ফজল আনসারী। সেন্টমার্টিন দ্বীপ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভিযোগ, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ দখল করতে চায়। যদিও সাম্প্রতিক ওই সংবাদ সম্মেলনে কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এ প্রসঙ্গে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে চায়। সেন্টমার্টিন দ্বীপ দখলে নেয়ার বিষয়ে কোনো আলোচনার সঙ্গে আমরা জড়িত নই। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং একইসঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।’