করোনা আক্রান্তয় বিশ্বে সুস্থতার হার ৯৮ % এবং মৃত্যু ২ %

আন্তর্জাতিক

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার ১২৬ জন এবং মারা গেছে ৪১ লাখ ৯৩ হাজার ১৫৫ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৪৯২ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার ৪৭৯ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৫ হাজার ৮৬৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৯২৩ জন এবং মারা গেছে ছয় লাখ ২৭ হাজার ৩৫১ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি। ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪১১ জন এবং মারা গেছে চার লাখ ২২ হাজার ৫৪ জন। ওয়ার্ল্ডোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *