এবার ওবামার সমর্থন পেলেন কমলা হ্যারিস

প্রধান সংবাদ যুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ জানিয়েছেন, আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন জানাবেন তিনি।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ওবামা বলেন, ‘এ সপ্তাহের শুরুতে মিশেল (ওবামা) ও আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছি। আমরা তাকে জানিয়েছি, তিনি যুক্তরাষ্ট্রের জন্য একজন চমৎকার প্রেসিডেন্ট হতে পারেন এবং এ ক্ষেত্রে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল উভয়ই ডেমোক্র্যাটিক পার্টিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত।

এর আগে বুধবার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কমলা হ্যারিসকে তার পছন্দের প্রার্থী হিসেবে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন।

বাইডেন বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ।’

‘কমলা আমার সহযোগী হিসেবে অসাধারণ ছিলেন এবং তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা’, যোগ করেন বাইডেন।

জো বাইডেনের জায়গায় তাদের প্রার্থী কে হবেন, তা ঠিক করতে ১ আগস্ট থেকে অনলাইন ভোট দেবেন ডেমোক্র্যাট সদস্যরা।

বিশ্লেষকদের মতে, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হতে চলেছেন। কারণ, তার বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো নেতা দাঁড়াননি। দলের বেশ কয়েকজন শক্তিশালী নেতা ইতোমধ্যে কমলাকে সমর্থনের কথা ঘোষণা করেছেন।

ওবামা সমর্থন দেওয়ার আগেই বাইডেনসহ ডেমোক্র্যাটিক পার্টির প্রায় সকল প্রভাবশালী নেতার সমর্থন পেয়েছেন কমলা হ্যারিস (৫৯)।

এক্সে প্রকাশিত বার্তায় ওবামা আরও জানান, ‘দেশের এই ক্রান্তিলগ্নে কমলা যাতে নভেম্বরের নির্বাচনে জিততে পারে, তা নিশ্চিতে সর্বাত্মক সহায়তা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *