সারা বিশ্বের সতর্কতা, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের চারটি অঞ্চল খেরসন, লুহানস্ক, জাপোরিঝিয়া ও দনেৎস্ককে আজ শুক্রবার রাশিয়ার সঙ্গে যুক্ত করবে রাশিয়া।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ এ কথা বলেছেন। এ জন্য এরই মধ্যে মস্কো পৌঁছেছেন ওইসব অঞ্চলের রুশপন্থি নেতারা।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। পেসকভ বলেছেন, স্থানীয় সময় বিকাল ৩টায় গ্রান্ড ক্রেমলিন প্যালেসের জর্জিয়ান হলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর ফলে নতুন ভূখণ্ড যুক্ত হয়ে রাশিয়ার নতুন সীমানা নির্ধারণ হবে। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পুতিন। এর আগে ইউক্রেনের ওই চারটি অঞ্চলে ‘লজ্জার’ গণভোট হয়।
ইউক্রেন ও পশ্চিমা দুনিয়া এর কড়া নিন্দা জানিয়েছে। মস্কো থেকে আল জাজিরার সাংবাদিক মোহামেদ ভাল বলেছেন, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্ন অংশের নেতারা মস্কো পৌঁছেছেন।