সাপ্তাহিক বিজয়
সাপ্তাহিক বিজয় পত্রিকাটি নিউইয়র্ক থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি আমেরিকায় বাংলাদেশের অভিবাসীদের সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্কৃতির মানুষদের কাছেও বাংলার রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, সংস্কৃতি, স্বাদ, এবং রঙ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করে সেই ভূমিকাটিকে নিরলসভাবে পালন করে যাচ্ছে।
কেবল বিনোদন নয়, সাপ্তাহিক বিজয় বিভিন্ন সম্প্রদায় এবং সংস্কৃতির দর্শকদেরকে বিনোদনের সঙ্গে সঙ্গে বলবে বাঙালি জাতিসত্ত্বার কথা। বলবে ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের সিংহভাগ অঞ্চল জুড়েই বাংলাদেশ ভূখন্ড। বলবে নদীপ্রধান বাংলাদেশ ভূখন্ডটির ওপর দিয়ে প্রবাহিত হয়ে বয়ে যাওয়া ৫৭টি আন্তর্জাতিক নদীর কথা।
সে বলায় আরও থাকবে বাংলাদেশের উত্তর-পূর্বে ও দক্ষিণ-পূর্বে টারশিয়ারি যুগের পাহাড়ের গল্প। আর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের গল্পটা যদি ওর সঙ্গে না থাকে, যদি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের গল্পটা বলা না হয়, আর যদি সে বলায় না থাকে মানুষের গল্প তাহলে তো একটা ছাদের নীচে সকলকে আনা যাবে না।
সৃষ্টির যা কিছু মানুষই তো তার কেন্দ্রে। আমাদের গল্পগুলো বাংলাদেশের মানুষের গল্প। তাই সকল গল্পই হয়ে উঠবে মানুষের। বাংলাদেশের স্বাধীনচেতা মানুষগুলোর গল্পই হবে আমাদের মূল উপজীব্য। আমরা বলব ‘৫২ এর কথা। মুখের ভাষা কেড়ে নিতে চাইলে কেমন প্রতিবাদী হয়ে উঠেছিল আমাদের ছেলেরা, সে গল্প। বলব ‘৭১ এর গল্প। আসলে গল্প নয়। পক্ষপাতমূলক অন্যায় আচরণ, অবিচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ থেকে মুক্তি পেতেই বাংলাদেশের মানুষ কেমন করে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে গল্প।
রয়েছে অর্থনীতি, সমাজনীতি। আর রাজনীতির কথা যদি না থাকে তাহলে তো সকলই পানসে। কিন্তু সকলকিছুকে ছাপিয়ে আমাদের কাছে সত্যটাই বিমূর্ত। যা কিছু সত্য তাই সুন্দর। সত্যই আমাদের পাথেয়।
সত্যের ঘোষণায় সাপ্তাহিক বিজয়, সত্যের প্রতিষ্ঠায় সাপ্তাহিক বিজয়।